April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ঠাকুরপুকুর থানা এলাকায় একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু

ঠাকুরপুকুর থানা এলাকার সত্তনারায়ান পল্লী রএকটি বাড়িতে বাড়ি থেকে একই পরিবার এর তিনজন এর রহস্যজনক মৃত্যু দেহ উদ্ধার করলো ঠাকুরপুকুর থানার পুলিশ। বাবা গোবিন্দ কর্মকার 80 মা রুনু কর্মকার 70 ছেলে দেবাশীষ কর্মকার 50। গত রবিবারের দিন গোবিন্দ কর্মকার রাস্তায় মাথা ঘুরে পড়ে যান সেখান থেকে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হসপিটালে গায়ে সামান্য জ্বর থাকায় তাকে হসপিটাল উন্নত করে বিভিন্ন সরকারি হসপিটালে তাকে ভর্তি না নেওয়ায় বাধ্য হয়ে তাকে বাড়ি ফিরতে হয় একটা করেছে কলকাতায় বিভিন্ন সরকারি হসপিটালে ভর্তি হতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন এবং তারপরেই আজকে সকালবেলা ঘর থেকে তিন জনের দেহ পাওয়া যায় এবং মেঝেতে চক লেখা আমরা তিনজনেই মৃত এবং খাটের ওপর একটি বাটিতে লেখা আছে এর মধ্যে বিষ আছে সাবধান। পাড়া-প্রতিবেশী ঘটনাস্থলে ঠাকুরপুকুর থানা পুলিশ আসে এবং দেহ বিদ্যাসাগর হসপিটালেভ পাঠানো হয়েছে ময়নাতদন্তের পর এই জানা যাবে মৃত্যুর কারণ পুলিশ