ট্রেন ধরতে গিয়ে বিপত্তি। শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিট নাগাদ আসানসোল-খড়্গপুর প্যাসেঞ্জার ট্রেনটি মেদিনীপুর স্টেশনে এসে দাঁড়ায়। এরপর ট্রেনটি ছেড়ে দেওয়ার মুখে তাড়াহুড়ো করে দৌড়ে এসে চলন্ত ট্রেনে উঠতে যান এক ব্যক্তি। তাতেই ঘটে গেল বিপত্তি। লাফ দিয়ে চলন্ত ট্রেনে ওঠার সময় ট্রেনের ফাঁক গলে লাইনে ছিটকে পড়ে গিয়েছিলেন সুজয়। তৎক্ষণাৎ দেবদূত হয়ে এলেন আরপিএফের কনস্টেবল ধর্মেন্দ্রকুমার যাদব। তিনি সুজয় বাবুর পা টেনে ধরলেন যাতে তিনি ট্রেনের ফাঁকে গলে না যান। এবং শেষ পর্যন্ত বড়সড় দূর্ঘটনা থেকে রক্ষা পেলেন সুজয়বাবু। এরপর তাকে সেখান থেকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একাধিকবার ট্রেনের কামরার পাদানিতে ধাক্কা লাগায় তাঁর মাথা ফেটে যায়। সূএের খবর, গোটা ঘটনাটি প্লাটফর্মের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যায়।