October 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ট্রাম্পের আপ্যায়নে বিশেষ পদ, পরিবেশন হবে সোনার থালায়

সোমবার স্বস্ত্রীক ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রথমবার তিনি ভারত সফরে আসায় অতিথি আপ্যায়নে বিন্দু মাত্র খামতি রাখতে চান না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাজমহল থেকে গুজরাট, চারদিকে উঠেছে সাজো সাজো রব। আর ভারতে অতিথির জন্য ভোজের আয়োজন থেকবে না, তাই কি হয় নাকি! বিশেষত ট্রাম্পের মতো হাইটেক অতিথির পাতে ছাপ্পান্ন ভোগ পরিবেষণ করতে সাজছে রাষ্ট্রপতি ভবনের শাহী রসুই।। কি কি পদ থাকছে মার্কিন প্রেসিডেন্টের আহারের মেনুতে?

সূত্রের খবর, ট্রাম্প কতটা ভোজনরসিক তা জানতে নাকি যোগাযোগ করা হয়েছে হোয়াইট হাউসের সঙ্গে। সেখান থেকে জানানো হয়েছে, নিরামিষ খাবার মটেই পছন্দ নয় ডোনাল্ড ট্রাম্পের। তাই মেনুতে থাকবে তাঁর পছন্দের সব আমিষ খাবার। প্রাতঃরাশে সাধারণত ডায়েট কোক, বার্গার, মিটলোফ এবং ডিমের পোচ খান তিনি। ভারত সফরে এসেও সেই অভ্যাসে বদল আনার কোনও প্রয়োজন পড়বে না। এখানেও ডায়েট কোক, বার্গার, মিটলোফই প্রাতঃরাশে পাবেন তিনি। ভেড়ার মাংসের পদ মিটলোফ অত্যন্ত প্রিয় ট্রাম্পের। তাই তাঁর পছন্দের এই পদ তৈরিতে নাকি বিশেষ নজর দিচ্ছেন শেফরা। এছাড়াও ট্রাম্পের মেনুতে থাকছে ডিমের পোচ, বিভিন্ন ধরনের মাংসের স্টেক, কাঁকড়া, চিংড়ি। আইসক্রিমও ভীষণ প্রিয় ট্রাম্পের। তাই চেরি এবং ভ্যানিলা আইসক্রিম থাকবে মেনুতে। মার্কিন প্রেসিডেন্টের জন্য মেনুতে থাকছে চকলেট কেকও। ডোনাল্ড ট্রাম্পের মেনুতে সনাতন ভারতীয় এবং গুজরাটি খাবারদাবারও থাকবে।

মোট ৩৫ ঘণ্টার ভারত সফরে মঙ্গলবার হায়দরাবাদ হাউসে মধ্যাহ্নভোজ এবং রাষ্ট্রপতি ভবনে নৈশভোজ সারার কথা ডোনাল্ড ট্রাম্পের। সেখানেও তাঁর পছন্দসই নানারকম মেনুর কথা ভাবা হচ্ছে। ট্রাম্পের আপ্যায়নে রাজস্থানের জয়পুর থেকে আনা সোনা, রূপোর বাসনেই খেতে দেওয়া হবে তাঁকে। তবে এখনও সরকারিভাবে জানানো হয়নি ঠিক কি কি থাকছে মার্কিন প্রেসিডেন্টের মেনুতে।