October 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ট্রলিতে ভরা যুবকের দেহ

লোকাল ট্রেনের কামরা থেকে ট্রলিতে ভরা যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মেচেদায়। ঘটনাটি ঘটেছে, পূর্ব মেদিনীপুরের মেচেদা স্টেশনে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সূত্রের খবর, প্রতিদিনের মতোই মঙ্গলবার রাতে হাওড়া-মেচেদাগামী শেষ ট্রেনটি মেচেদা স্টেশনে ঢোকার পর সেটিকে কারশেডে পাঠানো হয়। পরের দিন সকালে রেলের সাফাইকর্মীরা ট্রেনটি পরিষ্কার করতে গেলে তাঁদের নজরে পড়ে একটি ট্রলি। কৌতুহলবশত সেটি খুলতেই বেরিয়ে আসে এক ব্যক্তির মৃত দেহ। তড়িঘড়ি খবর দেওয়া হয় জিআরপি ও স্থানীয় থানায়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া দেহটি বছর ৩৫-এর এক যুবকের। অন্য কোথাও খুনের পর প্রমাণ লোপাটের জন্য দেহটি ট্রলিতে ভরে ট্রেনে ফেলে গিয়েছে অভিযুক্তরা। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। ঘটনায় কাদের যোগ রয়েছে তা রহস্যভেদ হবে বলেই দাবি তদন্তকারীদের।