June 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ট্রফি হাতে শাহরুখ, চলছে উৎসবের মেজাজ

সদ্য আইপিএলের ট্রফি ঘরে তুলেছেন শাহরুখ। মন্নত জুড়ে এখনও চলছে উৎসবের মেজাজ। আর তার মাঝখানেই টুক করে মস্ত বড় ভুল করে বসলেন শাহরুখ খান। শাহরুখের যে কিং ছবি নিয়ে এতদিন জল্পনা চলছিল, সেই জল্পনাতে নিজেই সিলমোহর দিয়ে ফেললেন কিং খান।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি শাহরুখ তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, শাহরুখ সিনেম্যাটোগ্রাফার সন্তোষ শিবনের কান পুরস্কার নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আর সেই ভিডিওতেই শাহরুখের পাশের টেবিলে দেখা গিয়েছে ‘কিং’ খানের চিত্রনাট্য! আর তা থেকেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। নেটপাড়া মনে করছে পাঠান, জওয়ান ছবির পর ফের ব্লকবাস্টার দিতে তৈরি শাহরুখ।