September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ট্যাংরায় দিনেদুপুরে চুরি, পুলিশি তৎপরতায় দ্রুত গ্রেপ্তার অভিযুক্ত

শুক্রবার ট্যাংরা থানা এলাকায় এক মহিলার বাড়িতে দিনেদুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন সকালে ওই মহিলা তার ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। অভিযোগ, ঠিক সেই সময়ের মধ্যেই তার বাড়ি থেকে নগদ ১০ হাজার টাকা ও প্রায় ৮০ হাজার টাকার গয়না লুট করে চম্পট দেয় অভিযুক্ত। এরপর চুরির ঘটনায় ট্যাংরা থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এরপর অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাত ১১ টার পর পুলিশের জালে ধরা পড়ে আকাশ নামে এক অভিযুক্ত।

জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবককে পুলিশ জেরার মাধ্যমে সমস্ত চুরি যাওয়া জিনিস উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তর বাড়ি থেকেই চুরি যাওয়া গয়না ও টাকা উদ্ধার করা হয়েছে। গয়নার মধ্যে ছিল পাঁচটি নাকের নথ, একটি কানের দুল, আটটি রুপোর চেন, দুটি ব্রেসলেট, দুটি রুপোর কয়েন এবং দুটি রুপোর আংটি। গয়নার মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা বলেই জানা গিয়েছে। যদিও ঘটনায় অভিযুক্তকে শনিবার আদালতে তোলা হয়। এরসঙ্গে অভিযুক্ত এই রকম অন্য কোন আরো চুরির ঘটনার সাথে জড়িত কি না? তার তদন্ত শুরু করেছে পুলিশ।