টানা গরমের পর শুরু হয়েছে নিম্নচাপের বৃষ্টি। তবে দুর্গাপুজো একেবারেই সামনে। এই নিম্নচাপের বৃষ্টি আর কতদিন চলবে? বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়েছে। তবে এর প্রভাবে দক্ষিণ ছত্তিশগড়ে তৈরি হয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। একটি অক্ষরেখা রয়েছে উত্তর কোঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত যেটি এই ছত্তিশগড়ের ঘূর্ণাবর্তের উপর দিয়ে গিয়েছে। মূলত এই অক্ষরেখার প্রভাবেই আজ থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সর্তকতা। শুধু বাংলা নয়, বিহার ঝাড়খন্ডে এবং ছত্রিশগড়ে প্রবল বর্ষণের আশঙ্কা।
আবহাওয়ার তুমুল ভোলবদলে বিধ্বস্ত দেশের একাধিক রাজ্য। বর্ষা বিদায়ের মুখেই নিম্নচাপ ঘূর্ণাবর্তের ধাক্কায় এলোমেলো সিস্টেম। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস বলছে, আগামী ৩ দিনের জন্য দেশের রাজ্যে রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। খুব স্বস্তির খবর নেই বাংলার কপালেও। বর্ষা এখন উত্তর ভারতে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এবার ফিরতে দেরিই হচ্ছে বর্ষারানীর। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু রাজস্থান, পঞ্জাব ও হরিয়ানার কিছু অংশ থেকে সরে গিয়েছে ইতিমধ্যেই। দিল্লি, উত্তরপ্রদেশ এবং বিহারে বৃষ্টি কমেছে, কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে পশ্চিমী ঝঞ্ঝা আবার সক্রিয় হয়ে উঠছে।
More Stories
বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়েছে
বর্ষা বিদায়ের মুখেই নিম্নচাপ ঘূর্ণাবর্তের ধাক্কায় এলোমেলো সিস্টেম
১৪ হাজার ৫২ শূন্যপদে শিক্ষক নিয়োগ