October 5, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ঝড়-বৃস্টির কারনে মেশিন ব্যবহার করে ধান কাটছেন চাষীরা


নিজেস্ব প্রতিনিধি, বৈশাখ মাসের প্রায় মাঝামাঝি, গত কয়েক দিন ধরে ঝড় বৃস্টির কারনে ধান চাষীদের যত তাড়াতাড়ি সম্ভব ধান কেটে ফেলতে হচ্ছে। বৃহস্পতিবার কাটোয়া ২নং ব্লকের করুই গ্ৰাম পঞ্চায়েতর করচি গ্ৰামের বিভিন্ন মাঠে ধান কাটার কাজ চলছে‌। এদিন চাষিরা জানান, মেশিনের সাহায্যে ধান কাটা হচ্ছে। কারন মেশিনের সাহায্যে ধান কাটতে কম সময় লাগছে। গত কয়েকদিন ধরে ঝড় সহ শিলাবৃষ্টি হয়েছে সেই কারণে ধানের শীষ সাদা হয়ে গিয়েছে। সেই কারনেই দ্রুত ধান কাটার জন্য এবাড়ে মেশিন ব্যবহার করছেন চাষীরা। অন্যদিকে, আবহাওয়া দপ্তর সূএে জানানো হয়েছে, এবারে কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি চলবে। সেই ভয়েতেই তারা বাধ্য হয়ে মেশিনের সাহায্যে কাঁচা ধান কাটতে শুরু করেছে।