গাছ চাপা পড়ে মৃত এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে, রায়গঞ্জ থানার বাহিন গ্রামপঞ্চায়েতের মাকড়া গ্রামে। মৃত ব্যাক্তির নাম অসিত দাস। পরিবার সূত্রে জানা গেছে,বুধবার ভোরে জমিতে কাজ করতে গিয়েছিলেন অসিতবাবু। আচমকা পচন্ড ঝর বৃষ্টি শুরু হয়। এরপর বাড়ির দিকে আসতে চাইলেও ঝড়ের দাপটে সে বাড়ি পর্যন্ত পৌছাতে পারেন নি। নিরুপায় হয়ে একটি গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন অসিতবাবু। ঝড়ে সেই ভেঙে তার উপড়ে পড়ে যায়। বিষয়টি দেখতে পান তার ভাই গোপাল দাস। এরপর তৎক্ষণাৎ অসিতবাবুর পরিবারের লোকেরা গাছের তলা থেকে উদ্ধার করে রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।