December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

জয়পুরের কোয়ারেন্টাইন থেকে পালিয়ে গেলেন নদিয়ার যুবক

জয়পুরের হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে যাওয়া এক রোগীকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। সূত্রের খবর, দিন কয়েক আগে এক ইতালীয় পর্যটকদলের সঙ্গে রাজস্থানের জয়পুরে বেড়াতে গিয়েছিলেন নদিয়ার ওই যুবক। ওই দলটির সঙ্গে থাকায় করোনা ভাইরাস সংক্রমিত হতে পারেন, এই আশঙ্কায় তাঁকে হাসপাতালে ভরতি রাখা হয়। এরপর তাঁকে কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে খবর, তারপর থেকেই ওই যুবক আইসোলেশন ওয়ার্ডের বাইরে বারবার বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। কিন্তু গতকাল দেখা যায়, তিনি তাঁর বেডে বা হাসপাতাল চত্বরের কোথাও নেয়। অবশেষে তার খোঁজ না পাওয়া যাওয়ায় পুলিশে খবর দেওয়া হয় হাসপাতালের তরফে। খবর পাওয়ামাত্র পুলিশ তাঁর খোঁজ শুরু করে দেয়। দেখা যায়, জয়পুরের ওই হাসপাতাল থেকে পালিয়ে তিনি হাওড়া স্টেশনে পৌঁছে গেছেন। সেখানেই ধরা পড়েন ওই ব্যক্তি। তাঁর শরীরে করোনা সংক্রমণ হলে, এভাবে বাইরে বেরিয়ে আসা যে কতটা বিপজ্জনক, তা বোঝানো হয় তাঁকে। চিকিৎসকরা বোঝান। এরপর তাঁকে ফিরিয়ে আনা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানেই ভরতি করানো হয়।

ওই যুবকের দাবি, ওভাবে কোয়ারেন্টাইনে তিনি থাকতে পারছিলেন না। তাই বেরিয়ে এসেছেন। তবে এই অবস্থায় পর্যবেক্ষণে থাকাই যে সবচেয়ে ভাল, তা তিনি বুঝতে পারেননি।