নিজস ডেক্সঃ মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে জ্ঞান হারিয়ে সাইকেল থেকে পড়ে গিয়ে জখম আরামবাগের এক মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার শেষপর্যন্ত হাসপাতালে বসেই পরীক্ষা দিল ওই পড়ুয়া। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে খবর। সূত্রের খবর, আরামবাগ থানার তেলুয়ার দক্ষিণ পাড়ার বাসিন্দা ও তেলুয়া শিক্ষায়তনের ছাত্রী শিউলি সাঁতরা সকালে বাড়ি থেকে বেরিয়ে সাইকেল চালিয়ে পরীক্ষাকেন্দ্র কাতানাল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। আচমকাই বর্ধমান-আরামবাগ রোডের নারায়ণপুরের কাছে জ্ঞান হারিয়ে সাইকেল থেকে পড়ে যায় ওই পড়ুয়া। সামান্য জখমও হয় সে। এরপর স্কুল চত্ত্বরে থাকা স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর জানান, পরীক্ষা দিতে পারবে শিউলি। এরপর হাসপাতালেই পরীক্ষা দেয় ওই পড়ুয়া।