
জোকা ও মাঝেরহাট রুটের মেট্রোযাত্রীদের জন্য সুখবর! পার্পল লাইনে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। এই রুটে সারাদিনে আপ ও ডাউন মিলিয়ে মোট ৬২টি মেট্রো চলবে। চলতি মাসের ১৩ তারিখ মঙ্গলবার থেকে এই পরিষেবা চালু হতে চলেছে। আপে ৩১টি ও ডাউনে ৩১টি মেট্রো চলবে। মেট্রো যাত্রীদের দাবি মেনে এই পরিষেবা শুরু হতে চলেছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
এই মুহূর্তে জোকা ও মাঝেরহাট রুটে সোমবার থেকে শুক্রবার মোট ৪০টি মেট্রো চলে। ১৩ তারিখ থেকে ৩১টি করে মেট্রো চলবে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, নতুনসূচি অনুযায়ী, মাঝেরহাট থেকে প্রথম মেট্রো সকাল ৮টা ২৭ মিনিটের বদলে সকাল ৭টা ৫৭ মিনিট থেকে চলবে। অন্যদিকে জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়।জোকা থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৮টায়। মাঝেরহাট থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৮টায়। আগের মতোই শনিবার ও রবিবার পরিষেবা বন্ধ থাকবে।
More Stories
মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ
বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা
সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা