জুন মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হতে পারে আন্তর্জাতিক বিমান পরিষেবা। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমনই ইঙ্গিত জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং। মে মাসের ২৫ তারিখ থেকে দেশে বিমান পরিষেবা চালানোর বিষয়ে কথা বলতে গিয়ে এদিন তিনি এই মন্তব্য করেছেন।
পাশাপাশি তিনি জানিয়েছেন, দেশের মধ্যে বিমান পরিষেবা চালানোর দিকে নজর দিচ্ছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী। অন্যদিকে বিমান পরিষেবা চালু করার পাশাপাশি বেশ কিছু গাইডলাইন নিয়ে আলোচনা করা হয় এদিন। যেমন অসামরিক বিমান মন্ত্রী জানান, আরোগ্য সেতু অ্যাপে কোন যাত্রীকে সবুজ সংকেত দিলে তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে না। কিন্তু কোন যাত্রীকে লাল সংকেত দিলে তাকে বিমানবন্দরে ঢুকতে দেওয়া হবে না। দেশের মধ্যে এই বিমান পরিষেবায় কেমন ফল পাওয়া যায়, সেটা খতিয়ে দেখতে চাইছে সরকার।