রাজ্যে জুট মিল গুলো চালু করার জন্য কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের সচিব চিঠি দিলেন রাজ্যের মুখ্য সচিব কে। এর আগে ৪ ও ১৩ এপ্রিল এই বিষয়েই চিঠি দিয়েছিলো কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক। লকডাউন এর এই সময়ে অত্যাবশ্যকীয় পণ্য ও খাদ্য সামগ্রী সরবরাহের ক্ষেত্রে চটের ব্যাগ অত্যন্ত প্রয়োজনীয়, তাই সেই চটের ব্যাগ উৎপাদনে যাতে কোনরকম সমস্যা তৈরি না হয় সেই কারণেই এই চিঠি কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের।
কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের সচিব রবি চোপড়া চিঠি দিয়ে জানিয়েছেন যে রাজ্যে যেসব জুট মিল রয়েছে সেইসব মিলে রোষ্টার অনুযায়ী ২৫ শতাংশ কর্মী দিয়ে উৎপাদনের কাজ শুরু করে দেওয়া হয় সেই ব্যবস্থা সুনিশ্চিত করতে।