প্রথমবার সোহিনী সরকারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা সোহম। এই প্রথমবার একফ্রেমে দেখা যাবে সোহম-সোহিনীকে। ছবির নাম ‘এই আমি রেণু’। লেখক সমরেশ মজুমদারের ‘এই আমি রেণু’র কাহিনি অবলম্বনে তৈরি হবে এই ছবি। পরিচালকের আসনে নবাগত সৌমেন শূর। মুখ্য ভূমিকায় অর্থাৎ রেণুর চরিত্রে সোহিনী সরকার। ‘শ্রীমতি’ ছবির মতো এখানেও তিনি স্বামীর চরিত্রে সোহম চক্রবর্তী। রেণুর স্বামী বীরেনের ভূমিকায় অভিনয় করবেন সোহম। সোহম-সোহিনী ছাড়াও ‘এই আমি রেণু’ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, গৌরব চক্রবর্তী এবং সুরকার তথা জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। আগামী মাসেই শুরু হবে শুটিং।