নোবেল করোনা ভাইরাসের গ্রাসে বিধ্বস্ত গোটা বিশ্ব।এই ভাইরাসের মোকাবেলায় প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। এবার দক্ষিণ আফ্রিকার সেই ভাইরাসের কবলে পড়ে মৃত্যু হল 64 বছর বয়সী বিজ্ঞানী গীতা রামজির। জানা গেছে তিনি এক সপ্তাহ আগে লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকার ফিরেছিলেন৷ কিন্তু তখন তার শরীরের কোন অসুস্থতার লক্ষণ ছিলনা৷ কিন্তু তা সত্ত্বেও তিনি করনা আক্রান্ত হয়ে পড়েন৷ এরপরই নমুনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে৷ তবে চিকিৎসার জন্য খুব বেশি সময় না দিয়ে, তার আগে মৃত্যু হলো বিজ্ঞানী গীতা রামাজীর৷ তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেরে তার শেষ কৃতকার্য হবে বলে জানা গিয়েছে৷
এই নিয়ে এখনো পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 5৷ এইচআইভি নিয়ে গবেষণার কাজ করতেন গীতা রামজি। তিনি সাউথ আফ্রিকার মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের সাথে যুক্ত ছিলেন৷ আফ্রিকান মহিলাদের জন্য এইচআইভি সমস্যা মেটাতে ভিন্ন ভাবে গবেষণা করে তিনি চিকিৎসা মহলে সাড়া ফেলে দিয়েছিলেন৷এই কাজের জন্য 2018 সালে তিনি ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ক্লিনিক্যাল ট্রায়ালসে সেরা মহিলা বিজ্ঞানী হিসেবে পুরস্কার পান৷