September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

জাল পাসপোর্ট-সহ গ্রেফতার দুই

জাল পাসপোর্ট-সহ কলকাতা বিমানবন্দরে ধৃত দুই রোহিঙ্গা মহিলা। রবিবার মধ্যরাতে ব্যাংককগামী একটি বিমানে সওয়ার হওয়ার আগেই তাদের আটক করেন অভিবাসন দপ্তরের আধিকারিকরা। সূত্রের খবর, কলকাতা থেকে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি বিমানের দুই যাত্রীর কথাবার্তায় সন্দেহ হয় অভিবাসন দপ্তরের আধিকারিকদের। তাদের পাসপোর্ট পরীক্ষা করে জানা গিয়েছে, তাদের নাম রিনা সাহা ও তানিয়া বিশাস। , তানিয়ার আসল নাম তসলিমা। অন্যদিকে, রিনার নাম রোকসানা আক্তার। দু’জনেই মায়ানমারের তাংশুড়ির বাসিন্দা। তাঁদের জিজ্ঞাসাবাদ করার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত দুই মহিলা কী করে ভারতীয় পাসপোর্ট তৈরি করল তার তদন্ত করছে পুলিশ।