May 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

জাতীয় বাংলা সম্মেলন ও জয় বাংলা সাংসদের উদ্যোগে আয়োজিত নগর সংকীর্তন

সোমবার গৌর পূর্ণিমার শুভ দিনে, সমাজ সংস্কারক শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবসে জাতীয় বাংলা সম্মেলন ও জয় বাংলা সাংসদ আয়োজন করলো নগর সংকীর্তন। এ সেই নগর সংকীর্তন যা মধ্য যুগীয় ব্রাহ্মণ্যবাদী রীতি নীতিকে ধ্বংস করে মানুষের মনে ভক্তিযোগে জাতিবর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে কৃষ্ণ প্রেমে উন্মত্ত করে তোলে। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি লিঙ্গ,জাতি বৈষম্য দূরীকরণ ও মধ্যযুগীয় সমাজের প্রধান সংস্কারক হয়ে উঠেছিলেন তার আবির্ভাব দিবসকে উদযাপন করলেন একটি নগর সংকীর্তনের মাধ্যমে। এই নগর সংকীর্তনটি কলকাতার ভবানীপুরের নেতাজি ভবনে মেট্রো স্টেশন থেকে শুরু করে নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাড়ি পর্যন্ত যায়। এইদিন দুই সংগঠনের সহযোদ্ধারা অঞ্চলের মানুষদের দোলের আবির লাগান ও ফুটকড়াই বিতরণ করেন। নিতাইয়ের জয় গান ও বাংলার সংস্কৃতির একটি ছোট নিদর্শন রেখে গেলেন কলকাতার সেই প্রান্তে যেখানে বহু বছর বাংলার দোল হোলিকা দহনের ধোঁয়ায় ঢাকা পড়ে গেছে।