সোমবার রাতে উত্তরবঙ্গের জলদাপাড়া জাতীয় অভয়ারণ্যের মালঙ্গি বিটেই আগুন লাগার ঘটনা ঘটে। শুষ্ক জলবায়ুতে অরণ্যের শুকনো পাতা এবং খড়কুটোয় তাই আগুন ছড়িয়ে পড়তে সময় লাগেনি। কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দাবানলের গ্রাসে দাউদাউ করে জ্বলে যায় ৮ বর্গ কিলোমিটার গভীর জঙ্গল।
তবে আগুনলাগা নিয়ে প্রাথমিক অনুমান, আশেপাশের কোনও গ্রামের মানুষের কার্যকলাপই এর জন্যে দায়ী। তবে ঠিক কী কারণে আগুন লাগল তোর্সার পাশের ঘাসবনে, তা আপাতত খতিয়ে দেখছে পুলিশ। বহু বন্য প্রাণীর জীবন হানির আশঙ্কায় রয়েছেন বনদপ্তর কর্তৃপক্ষ। এদের মধ্যে এক শৃঙ্গ গন্ডার, বাইসন, হরিণ, নীলগাই, ময়ুর ও অন্যান্য পশু-পাখিও রয়েছে।
অন্যদিকে জলদাপাড়া সংলগ্ন অঞ্চলের বাসিন্দারা গোটা ঘটনায় উদ্বিগ্ন তো বটেই, ভীত এবং সন্ত্রস্তও হয়ে পড়েছেন। কারণ, আগুনের লেলিহান শিখায় এবং তাপে ভয় পেয়ে বন্য জীবজন্তুরা লোকালয়ে হাতি, গন্ডার, বাইসন-সহ বহু পশুরাই পার্শ্ববর্তী ছোট ছোট গ্রামগুলিতে এবং লোকালয় ঢুকে পরছিল। যার জেরে আতঙ্কিতদের অনেকেই বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে নিরাপদ কোনও স্থানে। তবে মঙ্গলবার সকাল হতেই আগুন নিয়ন্ত্রণে আসার খবর পাওয়া গিয়েছে।