নিজস্ব প্রতিবেদনঃ করোনা রুখতে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। এই লকডাউনে কড়া নজর দাড়ি চালাচ্ছে প্রশাসন। রাস্তায় রাস্তায় পাহাড়া দিচ্ছে সিভিক ভলেন্টিয়ার থেকে পুলিশ। করোনা রুখতে এক সঙ্গে জমায়েত হতে দিচ্ছে না পুলিশ। কিন্তু পুলিশ বাধা দিতে গিয়ে কিনা চরম পেটানি খেতে হল। হ্যাঁ এমনি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের মহারাজপুর এলাকায়। সূত্রের খবর, বুধবার রাতে ওই এলাকার চা দোকানে স্থানীয়রা জমায়েত হয়ে আড্ডা দিতে থাকে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে গোয়ালতোড় থানার পুলিশ। এরপর পুলিশ জমায়েত হটাতে গেলে প্রথমে স্থানীয়দের সঙ্গে বচসা বাধে। এর ঠিক পরই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন এলাকাবাসী। অভিযোগ, পুলিশকর্মীদের ঘিরে ধরে ব্যাপক মারধর করা হয়। গ্রামবাসীদের মারে আহত হন ১ এসআই সহ ২ কনস্টেবল। এমনকি পুলিশের গাড়ি লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি করা হয় বলেও অভিযোগ। ক্ষিপ্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশও। এরইমধ্যে গোয়ালতোড় থানার আইসি-র গাড়ি সহ পুলিশের ২টি গাড়ি ভাঙচুর করেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।