July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

জমায়েত এড়াতে মসজিদে না গিয়ে বাড়ি থেকেই নামাজ পড়তে বললেন বাংলার ইমামরা

করোনা ভাইরাসের আতঙ্কে এস্ত গোটা বিশ্ব৷ এই মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার৷ এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কলকাতা আক্রান্তের সংখ্যা ৯ ৷তার মধ্যে কলকাতার মৃত্যু হয়েছে দমদমের এক বাসিন্দার ৷দেশে একাধিক শহরে পাশাপাশি ২৭মার্চ পর্যন্ত কলকাতাতেও জারি করা হয়েছে লকডাউন।আর এই সবের মাঝেই জমায়েত এড়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ ধর্মীয় প্রতিষ্ঠানে এমনিতেই যেহেতু জমায়েত বেশি হয় তাই জমায়েত এড়াতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার বার্তা দেওয়া হয়েছে৷ দেশের বড় তীর্থক্ষেত্র হল সৌদি আরবের মক্কা ৷ করোনার আতঙ্কের যের এবার সেখানেও৷ ইতিমধ্যেই সেখানে বন্ধ হয়ে গিয়েছে নামাজপাঠ৷ অন্যদিকে পশ্চিমবঙ্গেও মসজিদ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ সূত্রের খবর,পশ্চিমবঙ্গের ইমাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত কয়েকদিন কাউ কেই ঢুকতে দেওয়া হবে না মসজিদে৷ ইমাম মসজিদের ভেতর থেকে আজান দেবেন মাত্র 45 জন, বাকি সকলেই যে যার বাড়ি থেকে নামাজ পাঠ করবেন৷ নির্দেশিকায় জানানো হয়েছে আগামী 9 এপ্রিল পর্যন্ত জারি থাকবে এই নিয়ম৷