September 27, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

জনতা কার্ফু ডাকে শামিল পূর্ব মেদিনীপুরের মেচেদা, অন্যান্য দিনের থেকে অনেকটাই নিস্তব্ধ এদিন

নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুর:– প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ঘোষিত করোনা ভাইরাস যেরে গটা ভারতবর্ষ জুড়ে আজ জনতা কার্ফু। পূর্ব মেদিনীপুর জেলার মেন গেট বললে বোঝা যায় মেচেদা কে। মেচেদা থেকে বিভিন্ন জেলার যাতায়াতের পথ রয়েছে। গোটা পূর্ব মেদিনীপুর জেলার মানুষ মেচেদার উপর দিয়েই বিভিন্ন জায়গায় কর্মসূত্রে যাতায়াত করেন। প্রতহ দিন যেখানে কয়েক হাজার হাজার মানুষ যাতায়াত করেন। আর সেই জায়গায় পুরোটাই শুনশান জনতা স্তব্ধ। পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা বাস স্ট্যান্ড পুরোটাই ফাঁকা। যেখানে পুরো জেলার মানুষ যাতায়াত করেন আজ সেখানে সরকারি বাস ছাড়া বেসর কারি কোনো বাস দেখা নেই। মেচেদা রেল স্টেশন জেলার মধ্যে গুরুত্বপূর্ণ। অন্য দিন যেখানে কয়েক হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য লোকাল এবং দূরপাল্লার ট্রেন ধরেন আজ পুরোপুরি জনহীন। একের পর এক দাঁড়িয়ে রয়েছে লোকাল ট্রেন। খড়গপুর হাওড়া রেল লাইনে প্রতিনিয়ত কয়েকশো লোকাল এবং দূর পাল্লার ট্রেন যাকাত করেন। আজ পুরো পুরি ফাঁকা। nh6 এবং nh41 দুই জাতীয় সড়কে খুব কম সরকারি বাস দেখা গেল কোন, বেসরকারি যানবাহন দেখা যায় না আজ। জনঢ়তার কারফিউ তে পুরো পুরিভাবে স্তব্ধ জেলা। এক কথায় বলা যায় জনহীন রেল পথ থেকে শুরু করে সড়ক পথ জনহীন এলাকা। পাশাপাশি কোলাঘাট এলাকায় একই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় যেখানে একবারে জন শূন্য হয়ে পড়েছে গোটা এলাকা, দোকান পাট বন্ধ, এলাকার মানুষের সুবিধার্থে গুটি কয়েক কোন ঔষধ দোকান গুলি খোলা রেখেছে দোকানিরা।