June 17, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

জঙ্গিদের সাথে গুলির লড়াইয়ে শহিদ দুই জওয়ান

ছত্তিশগড়ের বস্তার এলাকায় জঙ্গিদের সাথে গুলির লড়াইয়ে মৃত্যু ঘটেছে দুই জওয়ানের। জখম হয়েছেন আরও দুই জওয়ান। সূত্রের খবর, জওয়ানদের কাছে খবর যায় রবিবার রাতে খবর আসে বস্তার ডিভিশনের একটি গ্রামে বেশ কয়েকজন মাওবাদী লুকিয়ে আছে। এরপর বস্তার এলাকার বিস্তীর্ণ জঙ্গলে তল্লাশি শুরু করেন কোবরা বাহিনীর জওয়ানরা। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁরা বিজাপুর ও সুকমা জেলার সীমান্তে অবস্থিত ইরাপল্লী গ্রামের জঙ্গলে টহলদারি করার সময় আচমকা ঝোঁপের আড়াল থেকে তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা মাওবাদীরা। পালটা জবাব দেন কোবরা জওয়ানরাও। উভয় পক্ষের গুলির লড়াইয়ে খতম হয় এক মাওবাদী ও দুই জওয়ান।