September 22, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

জগদ্দলে কৌটো বোমা ফেটে জখম হল তিন শিশু

জগদ্দলে কৌটো বোমা ফেটে জখম হল তিন শিশু। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে বারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার সকালে স্থানীয় তিন বালক রাস্তার ধারে মাটির উপর পড়ে থাকা কৌটো বোমাগুলিকে বল ভেবে খেলতে শুরু করতেই বিপত্তি হয়। বোমা ফেটে জখম হয় তারা। ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, স্থানীয় কাউগাছি গ্রাম পঞ্চায়েতের অধীনে নিকাশি নালার জন্য মাট কাটা হচ্ছিল। তখনই মাটি খোঁড়ার সময় শ্রমিকরা ওই কৌটো বোমাগুলি পান। সেগুলি মাটির পাশে রাখা ছিল বলে খবর।