চেন্নাইয়িনকে ৩-১ গোলে হারিয়ে সুপার লিগ জয়ের হ্যাটট্রিক করল এটিকে। এই নিয়ে তিনবার আইএসএল জিতে দল হ্যাটট্রিক করার তকমা অর্জন করল। করোনা আতঙ্কের মধ্যেই আইএসএল ফাইনালে খেলতে নামে দুই দল। প্রথমার্ধের দশ মিনিটেই এটিকের হয়ে আঘাত হানেন হার্নান্ডেজ। দুর্দান্ত সাইড ভলিতে চেন্নাইয়িনের জালে বল জড়িয়ে দেন তিনি।
বিরতিতে ১-০ গোলে এগিয়ে ছিল এটিকে। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান এডু গার্সিয়া। কিন্তু ফের খেলায় ফেরে চেন্নাইয়িন। বিশ্বমানের গোল করে ব্যাবধান কমান চেন্নাইয়ের ভালসকিস। কিন্তু সমতায় ফিরতে পারেনি অভিষেক বচ্চনের দল। চেন্নাইয়িনের কফিনে শেষ পেরেক পোঁতেন সেই হার্নান্ডেজ। ইনজুরি টাইমে গোল করে। এরসাথে লিগ জেতার হ্যাটট্রিকের স্বপ্নভঙ্গ হয় চেন্নাইয়ের।