July 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

চেনা মেজাজে মাহি, আইপিএলের প্রস্তুতিতেই ব্যাট হাতে পরপর পাঁচ ছক্কা!

২৯ মার্চ শুরু হবে আইপিএল। আইপিএলের প্রস্তুতিতে পরপর পাঁচটা ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যদিও ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালের পর আর দেশের জার্সি গায়ে দেখা যায়নি ধোনিকে। তবে গত ২ মার্চ চেন্নাই দলে যোগ দিয়েছেন এবং তারপরই নেটে ঘাম ঝড়াতে দেখা গিয়েছে তাঁকে। আর সেখানেই অন্য মেজাজে মাহি।

এবার ব্যাট হাতে বুঝিয়ে দিলেন, দীর্ঘদিন আন্তর্জাতিক বাইশ গজ থেকে দূরে থাকলেও তিনি আগের মতোই ফিট। এবারও আইপিএলে যে প্রতিপক্ষ বোলারদের ত্রাস হয়ে উঠবেন সে ইঙ্গিতও দিয়ে দিলেন ওয়ার্ম-আপেই। অনুশীলনে পরপর পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকান ক্যাপ্টেন কুল। যে দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে খোদ আইপিএল সম্প্রচারকারী চ্যানেল।