April 19, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

চেকিং এড়াতে পুলিশকর্মীকে টেনে হিঁচড়ে নিয়ে গেল বাইকচালক

করোনা মোকাবিলায় গোটা দেশ জুড়ে জারি করা হয়েছে লকডাউন। জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোতে বারন করা হচ্ছে । কিন্তু তবুও এই সমস্থ নিষেধাঞ্জাকে বুরো আঙুল দেখিয়ে বিনা কারনে বাড়ির বাইরে বেরোতে দেখা যাচ্ছে অনেককে। উলটে বাধা দিতে গিয়ে হেনস্তা হচ্ছেন পুলিশকর্মীরা।

সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী থাকল মুম্বই। সূত্রের খবর, বৃহস্পতিবার বছর ৪২-এর খাজাবি শেখ নইম নামে এক ব্যক্তি লকডাউন ভেঙে রাস্তায় বেরিয়েছিলেন। এরপর দক্ষিণ মুম্বইয়ের ওয়াদিবন্দরেয় রাস্তায় চেকিং চালাতে থাকা পুলিশকর্মীদের মুখোমুখি হন শেখ নইম।

আর সেই চেকিং এড়াতে মোটরসাইকেলের চালক এক পুলিশ অফিসারকে নিয়েই বাইক চালাতে থাকে। অভিযোগ, টেনে হিঁচড়ে প্রায় ৫০ মিটার দূর পর্যন্ত যাওয়ার হয় ৪০ বছর বয়সি পুলিশ অফিসারকে।

এরপর পুলিশের তৎপরতায় রক্ষা পান তিনি। পুলিশকর্মীরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে বিজেন্দ্র বিপদ মুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।