লকডাউন কে উপেক্ষা করে প্রধানমন্ত্রী জন ধন যোজনা একাউন্টে পাওয়া ৫০০ টাকা করে তুলতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারদুয়ারী বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কে ভিড় জমালো হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লক এলাকার প্রচুর গ্রাহক। ব্যাংকের সামনে একটি গ্রাহকসেবা কেন্দ্রে এই জমায়েতকে ঘিরে উত্তেজনা ছড়ায়। একদিকে লকডাউন অন্যদিকে করোনা ভাইরাসের আতঙ্ক এই দুয়ের মাঝখানে ভিড় বাড়তে থাকলে ওই ব্যাংকের সিএসপি কর্মী বাবলু মন্ডল গ্রাহকদের বিক্ষোভের মুখে পড়েন। গ্রাহকদের বিক্ষোভ বাড়তে থাকলে সিএসপি কর্মী সেবা কেন্দ্র বন্ধ করে বাড়ি চলে যান।
হঠাৎ করে সেবা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।তারা পার্শ্ববর্তী গ্রামীণ ব্যাংকে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। এ বিক্ষোভের জেরে ব্যাংকের কাজকর্ম স্থগিত হয়ে যায়। লকডাউন এর জেরে এলাকায় এত মানুষের সমাগম হয় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তড়িঘড়ি করে ব্যাংক কর্তৃপক্ষ হরিশ্চন্দ্রপুর থানায় খবর দিলে হরিশ্চন্দ্রপুর থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ গ্রাহকদের শান্ত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। গ্রাহকদের সোশ্যাল ডিস্ট্যান্স মেনে চলতে অনুরোধ করা হয়।
এ প্রসঙ্গে গ্রামীণ ব্যাংকের ম্যানেজার সুবীর মুখার্জি জানালেন লকডাউন কেঅমান্য করে এভাবে টাকা তুলতে আসা ঠিক নয়। লক ডাউনে স্যোশাল ডিস্টেন্স বজায় রেখে এর পর থেকে ব্যাঙ্ক পরিসেবা সামলানো হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।