September 17, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

চুলোয় সরকারি নির্দেশিকা, লক ডাউন ভঙ্গেই দেদার চলছে দোকানপাট

বর্তমানে গোটা বিশ্বের ত্রাস নোভেলকরোনা ভাইরাস। এই ভাইরাসের মারণ সংক্রমণ ঠেকাতে দেশ ও রাজ্যে চলছে লক ডাউন। কিন্তু সরকারি নির্দেশিকাকে বুড়োআঙ্গুল দেখিয়ে হবিবপুর এলাকায় দেদার চলছে দোকান খোলা রেখে কেনাবেচা। ওই এলাকায় কাপড়ের দোকান, কসমেটিক, সহ বিভিন্ন ইলেকট্রনিক সার্ভিসের দোকান খুলে চলছে ব্যবসা। জাজইল বাসস্যান্ডের রাস্তায়ও দেখা গিয়েছে জমায়েত। করোনা মোকাবিলায় রাজ্যের নির্দেশে অনুসারে শুধুমাত্র জরুরী পরিষেবা ও দরকারী জিনিসের দোকান খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করেই দিব্যি চলছে জাজইল এলাকার দোকানপাট।