December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

চিরবিদায় নিলেন বলিউড অভিনেতা ইরফান খান


কয়েকদিন আগেই মাকে হারিয়ে ছিলেন এই অভিনেতা। এর দিন চারেক পর নিজেও ইহজগতের মায়া কাটিয়ে চিরবিদায় নিলেন অভিনেতা ইরফান খান।

কিছুদিন আগে জয়পুরে প্রয়াত হন অভিনেতার মা। কিন্তু অভিনেতা তখন মুম্বাইতে ছিলেন। ফলে সেখানেই বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মায়ের শেষ কৃতকার্যের সাক্ষী হয়েছিলেন বলিউডের অভিনেতা ইরফান খান। আর তার চারদিন পর শোনা যায় মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা অভিনেতার অকাল প্রয়ান ঘটে। জানা গিয়েছে, তিনি কোলোন ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি হন। সাথে ক্যান্সারের রোগী ছিলেন তিনি। চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি।

কিন্তু বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিরবিদায় নেন ৫৪ বছর বয়সী বলিউড অভিনেতা ইরফান খান। এই খবর জানিয়ে টুইট করেন পরিচালক সুজিত সরকার। তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি। বলিউডের লাইফ অফ পাই, পিকু, লাঞ্চবক্স, হিন্দি মিডিয়াম, তলোয়ার, ডুব-এর মতো একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেতাকে। তার অকাল প্রয়াণে শোকাহত গোটা বলিউড ইন্ডাস্ট্রি।