April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

চিকিৎসকের গাফিলতিতে ছানি অপারেশন করতে গিয়ে বাদ গেল চোখ, অভিযোগ রোগীর

চিকিৎসকের গাফিলতিতে ছানি অপারেশন করতে গিয়ে বাদ গেল চোখ, এমনটাই অভিযোগ ঝুনু দত্ত নামে এক রোগীর। ঘটনাটি ঘটেছে, কলকাতায় কেপিসি হাসপাতালে। জানা গিয়েছে, রোগীর পরিবারের সদস্যরা ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন যাদবপুর থানায়। চলতি মাসের শুরুর দিকে সুগার ও চোখের সমস্যা নিয়ে কেপিসি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি হন যাদবপুর থানা এলাকার বাসিন্দা ঝুনু দত্ত। এরপর ওই হাসপাতালেই ছানি অপারেশন হয় ওই মহিলার। পরিবারের দাবি, অপারেশনের দিন বিকাল থেকে চোখে যন্ত্রণা শুরু হয় রোগীর। বিষয়টি হাসপাতালের নার্স ও চিকিৎসককে একাধিকবার জানানো হলেও, তাঁরা তাতে গুরুত্ব দেননি।

পড়ে রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় অন্য চিকিৎসকের কাছে রেফার করা হয় তাকে। তিনি পরীক্ষা করে জানান যে, চোখ নষ্ট হয়ে গিয়েছে। তাঁর আর কিছু করার নেই। ১৪ জানুয়ারি কেপিসি থেকে ছেড়ে দেওয়া হয় ঝুনু দেবীকে। সেখান থেকে তাকে কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমলজিতে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা জানান যে, ভয়ংকর সংক্রমণ হয়েছে ওই মহিলার চোখে। এরপরই বাধ্য হয়ে অস্ত্রোপচার করে বাদ দিতে হয় মহিলার চোখ। রোগীর পরিবারে সদস্যরা যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন।