May 29, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

চালুর দুদিনের মধ্যেই সীমান্ত বাণিজ্য বন্ধের দাবিতে উত্তাল পেট্রাপোল

মধুমিতা দাস, উত্তর ২৪ পরগণা (বনগাঁ): লকডাউনের জেরে প্রায় ৩৭ দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার থেকে পেট্রাপোল সীমান্তে ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানী বাণিজ্য শুরু হয়। কিন্তু শুরুর দুদিনের মধ্যেই চরমে শ্রমিক অসন্তোষ। একদিকে যেমন পেট্রাপোল সীমান্তে আমদানি-রপ্তানী শুরু হওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পেট্রাপোল সীমান্তে আমদানি রপ্তানি বন্ধের দাবিতে শনিবার পেট্রাপোল অ্যাসোসিয়েশনের শ্রমিকরা আন্দোলন শুরু করে।

শ্রমিকদের দাবি, কয়েকজন অসাধু ব্যবসায়ীর লাভের জন্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। দীর্ঘদিন লকডাউন সত্ত্বেও কোন ব্যবসায়ী শ্রমিকদের সহযোগিতার জন্য এগিয়ে আসেননি। এছাড়াও জিরো পয়েন্টে পণ্য খালি করতে আসা বাংলাদেশি শ্রমিকরা সোশ্যাল ডিস্টানসিং, সঠিক স্যানিটাইজেশন সিস্টেম ও স্বাস্থ্যবিধি না মেনেই আসছে, যার ফলে করোনা ছাড়াতে পারে ভারতীয়দের মধ্যে। সবমিলিয়ে পেট্রাপোল সীমান্তে আমদানি-রপ্তানি বন্ধ করার দাবিতে শনিবার দিনভর শ্রমিক বিক্ষোভে সরগরম থাকল সীমান্ত।