
চাঁদের মাটিতে পা রেখেই সেখানে বিভিন্ন রকমের গবেষণা শুরু করেছে প্রজ্ঞান | প্রজ্ঞানে রয়েছে লেজার ইনভিউজড ব্রেক ডাউন | স্পেকট্রোস্কোপ এই যন্ত্রটির সাহায্যে বিশ্লেষণ করেই কোন রাসায়নিক এর হদিশ করে প্রজ্ঞান | এই যন্ত্রে শক্তিশালী লেজার রশ্মি ফেলা হয় যাদের মাটিতে থাকা মাটি ও পাথরের উপর | এর ফলে তৈরি হয় প্লাসমা | সেখান থেকে কোন রাসায়নিক ও খনিজ চিহ্ন আছে কিনা তা জানার চেষ্টা করা হয় ।
সূত্রের খবর, ইসরোর তরফে জানানো হয়েছে, এখনো পর্যন্ত চাঁদের মাটিতে পাওয়া গিয়েছে অ্যালুমিনিয়াম, সালফার, ক্যালসিয়াম, আয়রন টাইটানিয়ামের মতো ধাতুর উপস্থিতি | তবে পরীক্ষা করে মিলেছে সেখানে সিলিকন ও অক্সিজেন | তবে হাইড্রোজেন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।
More Stories
জিওর নয়া সংযোজন
রিলায়েন্স নিয়ে এলো জনপ্রিয় ফ্যাশন ফ্যাক্টরি
রথযাত্রার উপলক্ষে পুরী জেলা প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় রিলায়েন্স