ছুটন্ত বাইকে সিটে বসেই শ্যাম্পু মেখে স্নান ২ যুবকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভিয়েতনামের ডাও তিয়েং জেলায়। সেই ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় হইহই পড়ে যায়। ভিডিও দেখা যাচ্ছে, বাইক চালাচ্ছেন হুয়া থান খানহ নামে এক তরুণ। বাইকের সিটের মাঝে রাখা একটি বড় ড্রাম। পেছনে বসে অন্য এক তরুণ। ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে বাইক। আর পেছনে বসা তরুণ সামনে রাখা ড্রাম থেকে মগ ভরে জলা ঢালছেন চালকের মাথায়, কখনও নিজের মাথায়। আবার শ্যাম্পুও করেছেন। ভিদিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই পুলিশ দুইজনকে খুজে বের করে। এবং মাথায় হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকার জন্য ৫,৫০০ টাকা জারিমানা করা হয়েছে ওই দুই যুবককে।