September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

চলন্ত ট্রেনে ২ হকারের হাতাহাতির জের, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু পড়ুয়ার

চলন্ত ট্রেনে ২ হকারের হাতাহাতির জেরে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক কলেজ পড়ুয়ার। মৃত ওই যুবকের নাম শুভ্রজ্যোতি পাল। জানা গিয়েছে, সে বীরভূমের নলহাটির বাসিন্দা। সূত্রের খবর, শুক্রবার সন্ধেয় মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন শুভ্রজ্যোতি। ট্রেনে ভিড় থাকায় দারজার কাছেই দাঁড়িয়েছিলেন পড়ুয়া। আর সেখানেই ছিলেন দুই হকার। কিন্তু আচমকা সেখানে থাকা দুই হকার, নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে। ক্রমেই সেই বচসা হাতাহাতিতে পরিনত হলে সেই ঘটনার মাঝে পড়ে যান শুভ্রজ্যোতি।

এরপর বালি-উত্তরপাড়া স্টেশনের মাঝে আচমকাই হকারদের ধাক্কায় ট্রেন থেকে ছিটকে লাইনে পড়ে যান ওই যুবক। ঘটনাটির খবর জিআরপি আধিকারিকদের কাছে পৌছতেই শুভ্রজ্যোতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। যদিও এই মর্মান্তিক ঘটনায় অভিযুক্ত ২ হকারকে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কলকাতায় পড়তে এসে ছেলের এই পরিণতি নিয়ে হতবাক শুভ্রজ্যোতির পরিবারের সদস্যরা।