September 17, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

চলন্ত ট্রেনে মহিলার থেকে লুঠ ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য

রবিবার রাতে চলন্ত ট্রেনে এক মহিলার থেকে টাকাপয়সা লুঠ ও চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সূত্রের খবর,পূর্ব মেদিনীপুর পটাশপুরের বাসিন্দা মল্লিকা সিং মেচেদা লোকালে করে হাওড়া আসছিলেন। রবিবারের রাতের ট্রেন হওয়ায় মহিলা কামরায় যাত্রী সংখ্যা ছিল খুবই কম। ফলে সেই সুযোগে ট্রেনটি দাশনগর ছেড়ে টিকিয়াপাড়ার দিকে এগোতেই মহিলা কামরায় উঠে পড়ে জনা কয়েক ছিনতাইবাজ।

অভিযোগ, এরপর তাঁদের ভয় দেখিয়ে টাকাপয়সা লুটের চেষ্টা করে ওই ছিনতাইবাজের দল। যার প্রতিবাদ করেন মল্লিকা সিং। আর তাতে ক্ষিপ্ত হয়ে ওঠে দুষ্কৃতীরা। এরপর মল্লিকার থেকে টাকাপয়সা কেড়ে নিয়ে তাঁকে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও ঘটনার পর দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়।

ঘটনাটি জানাজানি হতেই দাশনগর-টিকিয়াপাড়ার মাঝের রেললাইন থেকে মল্লিকা দেবীকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। এরপর তাঁকে হাওড়া হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁর শরীরের বেশ কয়েকটি জায়গায় আঘাত রয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বিপন্মুক্ত। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে রেল পুলিশ। তবে বারংবার এই একই রকম ঘটনা ঘটায় রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারন যাত্রীরা।