বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বসন্তের শেষে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। মঙ্গলবার বিকাল থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। তবে বুধবারের আকাশ হালকা মেঘলা, এদিন বৃষ্টির সম্ভবনা রয়েছে। বৃষ্টির জেরে ফের তাপমাত্রার পতন হয়েছে এ রাজ্যে। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আগামী ২৪ ঘন্টায় রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তরের কর্তারা। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। যার জেরে বসন্তের শেষে বৃষ্টিতে ভিজছে শহর।