চলতি বছরের শেষের দিকেই করোনা ভাইরাসের প্রতিষেধক নিয়ে আসার আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের দাপটে যে ভাবে আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে তাতে যত তাড়াতাড়ি সম্ভব করোনা ভাইরাসকে প্রতিহত করা দরকার। মার্কিন প্রেসিডেন্ট জানান, করোনা ভাইরাসের প্রতিষেধক গবেষণা নিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে আমেরিকা।
তবে উল্লেখ্য গত কয়েকদিন আগেও বিশ্ব সাস্থ্য সংস্থা সরকারিভাবে জানিয়েছিল করোনার টিকা তৈরি করতে সময় লাগবে অন্তত ১২ থেকে ১৮ মাস। কিন্তু আমেরিকার শীর্ষ প্রশাসনিক কর্তাদের এহেন চাঞ্চল্যকর তথ্যে বেশ কিছুটা আশার আলো পাওয়া যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, “আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে এ বছরের শেষেই আমাদের হাতে টিকা চলে আসবে। এ বছরের শেষের দিকেই” পাশাপাশি তিনি এও জানান, “যদি অন্য কোন দেশ আবিষ্কার করে আমি স্বাগত জানাবো আমার কোন সমস্যা নেই, আমি শুধু এমন এক টিকা চাই যা কিনা কাজ করে”। তবে করোনার প্রতিষেধক এসে গেলে দীর্ঘ সংকট কাটিয়ে স্বস্তির নিশ্বাস ফেলবে বিশ্ববাসী।