শুক্রবার সকালের আকাশে কুয়াশা থাকলে পরে আকাশ পরিষ্কার হয়ে যায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকেই ফের শীতের আমেজ ফিরতে শুরু করবে। ২-৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাএা। এর ফলে আগামী ৩-৪ দিন শীতের আমেজ থাকবে রাজ্যে। যে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে রাজ্যজুড়ে গত দুদিন বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, তার প্রভাব শুক্রবার দক্ষিণবঙ্গ থেকে কেটে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও অরুণাচল, অসম, মণিপুর এলাকায়। আগামী দুদিন উত্তরপ্রদেশে ঘন কুয়াশা থাকবে। সূএের খবর, শুক্রবার রাত থেকে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার ডুকছে। উত্তরবঙ্গ থেকে ওড়িশা হয়ে অন্ধপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে।