বৃহস্পতিবার ভোরে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। মৃত মহিলার নাম প্রতিমা ক্ষেত্রপাল। ঘটনাটি ঘটেছে, কালনা বর্ধমান রোডের আইমাপাড়া এলাকায়। সূএের খবর, এদিন ভোরে আচমকা একটি ট্রাক গতির নিয়ন্ত্রন হারিয়ে ঢুকে যায় একটি বাড়ির ভিতরে। সে সময় বাড়িতেই ছিলেন প্রতিমাদেবী। তাকে এসে ধাক্কা মারে ওই ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৩৫ এর ওই মহিলার। পাশাপাশি এই ঘটনায় জখম হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে চারজনকে সেখান থেকে উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশের অনুমান, বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশা থাকার কারনে এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ওই ট্রাকটি পালিয়ে যাওয়ায় এখনও আটক করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে।