দিল্লি হিংসার ঘটনার সাথে যুক্ত বন্দুকবাজ শাহরুখকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। মঙ্গলবার উত্তরপ্রদেশের বরেলি থেকে তাকে গ্রেফতার করে ক্রাইম ব্রাঞ্চ এর পুলিশ। গত মঙ্গলবার জাফরাবাদে প্রকাশ্য রাস্তায় কনস্টেবল দীপক দাহিয়াকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। আট রাউন্ড গুলি চালিয়েছিল। অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করার জন্য অনেক দিন ধরেই তল্লাশি চালাচ্ছিলেন দিল্লি পুলিশের আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে নানা বিতর্কের সৃষ্টি হয়েছিল দেশ জুড়ে। সূএের খবর, অনেকে মনে করেন ওই ব্যক্তি একজন সিএএ বিরোধী৷ তার আসল নাম শাহরুখ নয় এমন মতও শোনা যাচ্ছিল৷ অনেকে বলতে শুরু করেন, তার নাম অনুরাগ মিশ্র৷ সূত্রের খবর, শাহরুখ দিল্লির উসমানপুর অঞ্চলের বাসিন্দা৷