নিজস্ব প্রতিনিধি, কোচবিহারঃ গ্রীন জোন কোচবিহারে সোমবার থেকে বেশ কিছু ছাড়ের ঘোষনা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বেসরকারি বাস চালানোর কথা বলেছিলেন। কিন্তু এই নিয়ে কোন সরকারি নির্দেশিকা না আসায় বাস চালাচ্ছেনা বাস মালিকরা।
তাদের দাবি, এভাবে বাস চালালে ক্ষতির সম্মুখীন হবেন তারা। রাজ্য সরকার সুস্পষ্ট নির্দেশিকা দিলে তবেই বাস চালানোর ব্যাপারে চিন্তাভাবনা করবেন তারা। তাদের দাবি ২০ জন নিয়ে বাস চালালে তেলের খরচ উঠবে না।
অন্যদিকে, এদিন বেশ কিছু চা, পান ও অন্য দোকান খুলেছে কোচবিহার শহরে, ভবানীগঞ্জ বাজার এলাকাতেও কিছু দোকান সকালে খোলা হলে পুলিশ গিয়ে তা বন্ধ করে দেয়। সকাল থেকে রাস্তাঘাটে অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি মানুষ দেখা যায় পরে পুলিশ প্রশাসন সক্রিয় হলে ভীড় কিছুটা কম হয়। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে ছাড়ের ব্যাপারে সরকারি তরফে কোন নির্দেশিকা না আসায় তা এখনই দেওয়া হচ্ছে না কোচবিহারে।