October 12, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

গ্রীন জনের মধ্যে বাস চালানো শুরু করলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন


নিজেস্ব প্রতিনিধি, কোচবিহারঃ গ্রীন জনের মধ্যে শুক্রবার থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন তার বাস চালানো শুরু করলো। কেন্দ্রীয় সরকার আগেই ঘোষণা করেছিল গ্রীন জনের মধ্যে বেশ কিছু জিনিসের উপর ছারের পাশাপাশি বাস চালানো যাবে ২০ জন যাত্রী নিয়ে। এমত অবস্থায় বেসরকারি বাস মালিকরা কোচবিহারের ক্ষেত্রে কোন রকম বাস চালাচ্ছেন না! কারণ যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেই নির্দেশিকা অনুসারে তারা বাস চালালে তাদের খরচটুকু উঠবে না।

তাই এখনও তারা বাস চালানো শুরু করেনি। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন বাস চালানো শুরু করেছে। কোচবিহার জেলার মধ্যে তুফানগঞ্জ মাথাভাঙ্গা দিনহাটা শহর ফালাকাটার রুটে সারেঙ্গা পর্যন্ত বাস চলবে বলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তর সূত্রে খবর। পাশাপাশি বাসে যাত্রীদের নিরাপত্তা সহ চালক ও কন্টাক্টরের নিরাপত্তার বিষয়ও দেখা হবে পরিবহন সংস্থার পক্ষ থেকে। লকডাউন এরমধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বাস চালালেও বাসে যাত্রী নেই। এক থেকে দুজন করে যাত্রী হচ্ছে বাসগুলোতে।