October 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

গ্রামবাসীদের সঙ্গে বিএসএফের সংঘর্ষে ফের উত্তপ্ত জলঙ্গি, চলল এলোপাথাড়ি গুলি

জলঙ্গিতে গ্রামবাসীদের সঙ্গে বিএসএফের সংঘর্ষে ফের উত্তেজনা ছড়ায় এলাকায়। সূত্রের খবর, ঘটনার দিন গরু নিয়ে যাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। সেই সময় সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ানরা তাঁদের পথ আটকায়। গরুর সংখ্যা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় বিএসএফ জওয়ানদের। সেই সময় এগিয়ে যান মহিলারাও। এরপরই শুরু হয় হাতাহাতি।

অভিযোগ, তখনই দুই মহিলাকে বেধড়ক মারধর করে জওয়ানরা।এরপর দু”পক্ষের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এরপরই গুলি চালায় জওয়ানরা। তার মধ্যে একটি গুলি ছিটকে যায় স্থানীয় এক গোয়ালঘরে।এরপরই আগুন ধরে যায় সেখানে। দাউদাউ করে জ্বলতে থাকে গোয়াল। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।জানাযায় পুলিশের সামনেও চলে সংঘর্ষ। দীর্ঘক্ষণ পর ধীরে ধীরে আয়ত্বে আসে পরিস্থিতি। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। যদিও এখনও থমথমে জলঙ্গি এলাকা।