December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

গ্রামবাসীদের বিক্ষোভ, পথ অবরোধ; বন্ধ পেট্রাপোলে এক্সপোর্ট

মধুমিতা দাস, উত্তর ২৪ পরগণা (বনগাঁ)ঃ করোনা সংক্রমণ রুখতে শনিবার পেট্রাপোল সীমান্তে এক্সপোর্ট বন্ধ করার দাবিতে দিনভর বিক্ষোভ দেখায় শ্রমিকরা। রবিবার একই কারণে পথে নামল সাধারণ গ্রামবাসীরা এবং অবিলম্বে পেট্রাপোল সীমান্তে রপ্তানি বাণিজ্য বন্ধ করার দাবিতে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল। লকডাউনের জেরে প্রায় ৩৭ দিন বন্ধ থাকার পর গত ৩০ এপ্রিল পেট্রাপোল সীমান্ত দিয়ে এক্সপোর্ট শুরু হয়। সিদ্ধান্ত হয় দুই দেশের মাঝে নো ম্যানস ল্যান্ড -এ গাড়ি লোডিং-আনলোডিং করা হবে। সেই মত কাজ শুরু হলেও রপ্তানি বন্ধের দাবিতে বিক্ষোভ দেখায় পেট্রাপোলের লোডিং আনলোডিং শ্রমিকরা।

এরপর পেট্রাপোল থানার জয়ন্তীপুর বাজারে যশোর রোডের ওপর পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। এমনকি অবরোধের সামিল হয় স্থানীয় মহিলারা। অবরোধকারীদের দাবি, বনগাঁকে সুরক্ষিত রাখতে বনগাঁর মানুষকে করোনা আক্রান্তের হাত থেকে বাঁচাতে অবিলম্বে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে রপ্তানি বাণিজ্য বন্ধ করতে হবে। অবরোধের জেরে পেট্রাপোলে কর্মরত কাস্টমস আধিকারিকরা গ্রামবাসীদের বাধার মুখে পড়েন। এসিস্টান্ট কমিশনার মিহির কুমার চন্দ্র বলেন, অফিসে যাওয়ার সময় গ্রামবাসীরা বেশ কিছুক্ষণ পথ আটকে রেখে তাঁকে পেট্রাপোলে এক্সপোর্ট বন্ধ রাখার দাবি জানায়।