March 21, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

গোয়ায় আটকে থাকা অভিনেত্রীর পাশে দাঁড়াল প্রশাসন

করোনা রুখতে প্রধান মন্ত্রীর নির্দেশ মতোই গোটা দেশে চলছে লক ডাউন। এই পরিস্থিতিতে গোয়ায় আটকে পড়েছেন বলিউড অভিনেত্রী নাফিসা আলি। প্রয়োজনীয় ওষুধপত্র তিনি পাচ্ছেন না। এই খবর প্রকাশ পাওয়ার পরই অভিনেত্রীকে সাহায্য করতে এগিয়ে আসে প্রশাসন। তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয় প্রয়োজনীয় জিনিস। এ প্রসঙ্গে গোয়ার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “অভিনেত্রীর প্রয়োজনায় জিনিসপত্র তাঁর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের এও নির্দেশ দেওয়া হয়েছে জিনিস পৌঁছে দেওয়ার সময় তাঁরা যেন অভিনেত্রীর থেকে দূরত্ব বজায় রাখেন।” সূত্রের খবর, বর্তমানে উত্তর গোয়ায় মরজিম গ্রামে রয়েছেন নাফিসা। সেখান থেকে তিনি জানিয়েছিলেন, ‘বিগত কয়েকদিন ধরে শুধুমাত্র শুকনো খাবার খেয়ে দিন কাটাচ্ছেন তিনি। তিনি ক্যান্সারে আক্রান্ত। এদিকে লকডাউনের ফলে প্রয়োজনীয় ওষুধ, খাবার কিছুই পাচ্ছেন না।’ এই খবর প্রকাশ্যে আসা মাত্রই প্রশাসন সাহায্যের হাত বাড়িয়ে দেয়।