November 3, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

গোলুমোলু চেহারা থেকে রোগা হলেন অভিনেত্রী ঐন্দ্রিলা

গোলুমোলু চেহারা থেকে এবার রোগা স্লিম অ্যান্ড ট্রিম হলেন অভিনেত্রী ঐন্দ্রিলা | তবে তার রোগা-পাতলা চেহারা একদমই পছন্দ করছেনা টলিউড তারকা অঙ্কুশ | ঐন্দ্রিলাকে ফেরত পেতে চান তিনি পুরনো চেহারাতে | এমনটাই জানালেন সোশ্যাল মিডিয়ায় |

নিজেকে করা নিয়মে রেখেছেন ঐন্দ্রিলা | নিয়মিত শরীর চর্চা করেন | চকলেট বা ফ্যাট জাতীয় খাবার ইদানিং ছুঁয়েও দেখেন না তিনি | অবশ্য তার ফল মিলেছে |

একেবারে স্লিম অ্যান্ড ট্রিম চেহারা হয়ে গিয়েছে অভিনেত্রী | কিন্তু এই চেহারাতে অপত্তি অঙ্কুশের | পুরনো গোলগাল প্রেমিকাকে ফেরত পেতে চান তিনি | সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশন দুঃখ প্রকাশ করে অভিনেতা লিখেছেন, “আমার আদর করে গাল চটকানো মানুষটা কোথায় হারিয়ে গেল | অনেক চেষ্টা করছি ওর মুখে চকলেট মিষ্টির মত জিনিস দেওয়ার | আমি আমার পুরনো ঐন্দ্রিলাকে ফেরত চাই” |