ধর্মতলায় ‘গোলি মারো’ স্লোগান তোলায় গ্রেপ্তার আরও ১। সূত্রের খবর, সোমবার গভীর রাতে বাড়ি থেকেই পানিহাটি উত্তর মণ্ডলের বিজেপি সভাপতি সুজিত বড়ুয়াকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, অমিত শাহের সভায় যাওয়ার পথে মিছিলের সামনে থেকে বিতর্কিত স্লোগান তুলেছিলেন ধৃত বিজেপি নেতা। এমনকী পুলিশের সামনেই এই বিতর্কিত স্লোগান দিতে দিতে শহিদ মিনারের সভাস্থলে ঢুকছিলেন গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা। উল্লেখ্য, বিতর্কিত এই স্লোগান নিয়ে সমালোচনার ঝড় উঠতেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। রবিবার রাতেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। এদিনই বিতর্কিত স্লোগান দেওয়ায় ৩ বিজেপি কর্মী গ্রেপ্তার করে নিউ মার্কেট থানা।