September 7, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

গোরক্ষপুর থেকে আসা পরীযায়ী শ্রমিকদের গ্রামের আগেই ঢোকার পথ গ্রামবাসীরা


নিজেস্ব প্রতিনিধি, উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে আসা পরীযায়ী শ্রমিকদের মধ্যে ছিলেন মেয়ে জামাই। কিন্তু স্ত্রীকে নিয়ে জামাই ঢুকতে পারল না শ্বশুর বাড়িতে। গ্রামবাসীরা গ্রামে ঢোকার আগেই তাদের পথ আটকায়। শনিবার সকালে প্রাতভ্রমণে বেরিয়ে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। এরপর গ্রামের বাইরে তাদের বসিয়ে রাখা হয়। এদিকে গ্রামে ঢুকতে না দেওয়ায় দীর্ঘক্ষণ খোলা জায়গাতেই বসে থাকেন ওই স্বামী ও স্ত্রী। শনিবার বিকেলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বালুরঘাট ব্লকের ডাঙা গ্রামপঞ্চায়েতের শিরহী এলাকায়। এদিকে ঘটনায় খবর দেওয়া হয় স্বাস্থ্যকর্মী ও পুলিশকে। পরে স্বাস্থ্যকর্মীরা গিয়ে স্বামী স্ত্রীকে উদ্ধার করে কোয়ারেন্টাইনে নিয়ে আসে। পাশাপাশি, শুধুমাত্র শিরহী নয় গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় ১৯ জন গোরখপুর থেকে এসেছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।