নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর: মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার অন্তর্গত গোপীনাথপুর গ্রামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম নারায়ণ দাস, বয়স আনুমানিক ৪৭ বছর। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল নাগাদ ওই ব্যক্তির মৃতদেহ গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গ্রামবাসীরা। তারপর ভগবানপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। তবে যেভাবে ওই মৃতদেহ ঝুলতে দেখে এলাকা বাসীরা সেই দৃশ্য দেখে এলাকা বাসীর মধ্যে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে। কি কারণে মৃত্যু হল তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে এলাকা বাসীরা। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। অন্য দিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভগবানপুর থানার পুলিশ।